চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অভিযোগ থেকে অব্যাহতি, মুক্তির অপেক্ষায় ইরানি নির্মাতা জাফর পানাহি

ইরানের জনপ্রিয় পরিচালক জাফর পানাহি কারাগার থেকে মুক্তির বিষয়ে ইরানি আদালতের রায়ের জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন। গত বছর ইরানী সিনেমার ‘জীবন্ত কিংবদন্তী’ হিসাবে বিবেচিত এই নির্মাতার কারাদণ্ড হয়েছিল।

যেই অভিযোগে জাফর পানাহির কারাদণ্ড হয়েছিল সম্প্রতি সেই ইরানের সর্বোচ্চ আদালত সেই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে। তাই নির্মাতা এখন মুক্তির রায়ের অপেক্ষায় আছেন।

Bkash July

এই প্রসঙ্গে পানাহির স্ত্রী তাহেরেহ সায়িদি ইনস্টাগ্রামে জানিয়েছেন, নির্মাতার আইনজীবীরা সফলভাবে পরিচালকের বিরুদ্ধে জারি করা ছয় বছরের সাজা বাতিল করতে সক্ষম হয়েছেন। পানাহির মামলা এখন ইরানের আপিল আদালতে পাঠানো হয়েছে।

তাহেরেহ সায়িদি আরও বলেন, ‘গত সপ্তাহে আমাদের জানানো হয়েছিল যে এক সপ্তাহের মধ্যেই জাফরকে মুক্তি দেয়া হবে। এক সপ্তাহ পার হয়ে গেছে, জাফর এখনও আমাদের সঙ্গে নেই।’

Reneta June

পানাহির আইনজীবী সালেহ নিখবখত ফরাসী গণমাধ্যম এএফপিকে বলেছেন, ‘ইরানে রাইন অনুযায়ী তাঁকে এখনই জামিন দেয়া উচিত এবং তার মামলা আবার পর্যালোচনা করা উচিত।’

ইরানের প্রভাবশালী চলচ্চিত্রকারদের মধ্যে অন্যতম জাফর পানাহি। দেশটিতে নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্ট বা চলচ্চিত্রে পরিবর্তনের যে আন্দোলন, তার অন্যতম অগ্রনায়ক তিনি। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

সূত্র: ভ্যারাইটি

Labaid
BSH
Bellow Post-Green View