চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

“বেলগাছি উৎসব -২০২৩” অনুষ্ঠিত

দিনভর বিভিন্ন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বেলগাছি কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা ও “বেলগাছি উৎসব -২০২৩” সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় বসবাসকারী বেলগাছিবাসী ও রাজবাড়ী জেলার বেলগাছি এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, চাকুরীজীবি, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী, স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় বেলগাছি এ জেড হাই স্কুল এর প্রাক্তন শিক্ষক দেবেন্দ্র নাথ রায় (মরণোত্তর), চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন, ঢাকাস্থ বেলগাছি কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি পীযুষ কান্তি সাহা (মরণোত্তর), প্রাক্তন সভাপতি তমিজুর রহমান-কে।

বেলগাছি উৎসব এ গুণীজন হিসেবে একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও কলামিস্ট প্রফেসর আব্দুল গফুর, এএফপির সাবেক ব্যুরো চিফ সিনিয়র সাংবাদিক গোলাম তাহাবুর, চন্দনী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এম এ হাকিম মিয়া, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আকরামুজ্জামান (রঞ্জ) চৌধুরী ও ঢাকাস্থ বেলগাছি কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি মোঃ আব্দুল মান্নান-কে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মৌসুমী দাস, ব্যবসায়ী নাদিয়া মোহাম্মদ , বেলগাছির রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরী ও খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদিরকে।

বিশেষ সম্মাননা প্রদান করা হয় সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার অখিল কুমার বিশ্বাস, সহ-সভাপতি বিজন কুমার সাহা, এম রজব আলী, সাধারণ সম্পাদক এসএম শাফায়েত হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক উজ্জামানসহ নুর এ আলম পিয়ারু, জাকির হোসেন, কলিম উদ্দিন, আসলাম উদ্দিন মোল্লা, আব্দুল করিম শেখ, সুব্রত সাহা, আহসানুল হক, আশরাফুল হক, মহিউদ্দিন মধু, মিরাজ সরদার, সুজন মোল্লা, বিল্লাল হোসেন-কে।