চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নিরাপত্তার চাদরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক

পুলিশের পাহারায় নিরাপত্তার চাদরে ঢাকা চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-সিলেট মহাসড়ক এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও পুলিশের টহল বৃদ্ধি করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

ছুটির দিন হওয়ায় মানুষের উপস্থিতি ও যাত্রীবাহী গাড়ির সংখ্যা তুলনামূলক  কম। মহাসড়কে পুলিশের উপস্থিতি ও টহল ছিল চোখে পড়ার মতো। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছেনা। শুনশান নিরবতা বিরাজ করছে পুরো মহাসড়ক এলাকাজুড়ে।

বিএনপি’র ১০ ডিসেম্বর সমাবেশকে সামনে রেখে ঢাকার প্রবেশ মুখ ঢাকা-সিলেট সংযোগ সড়ক এশিয়ান হাইওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর, মৌচাক, শহরের প্রাণকেন্দ্র চাষাড়াসহ গুরুত্বপূর্ণ মোট ৭টি পয়েন্টের তল্লাশিচৌকিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ পুলিশ। কোথাও কোথাও তল্লাশিচৌকিতে সাঁজোয়া যান নিয়ে প্রস্তুত এবং পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। সকাল থেকেই এই তল্লাশি অভিযান চলছে।

এ সময় পুলিশ মহাসড়কের মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট কার, যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালাচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সময় কোন পথচারী ও যাত্রীর কথাবার্তায় সন্দেহ বা সুনির্দিষ্ট কাগজপত্র ও জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এসময় মহাসড়কে পুলিশের উপস্থিতি ও টহল চোখে পড়ার মতো ছিল। শুনশান নিরবতা পুরো মহাসড়কজুড়ে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।