
বিশ্বকাপের ট্রফি উদ্বোধনে রবিবার লুসেল স্টেডিয়ামে হাজির থাকবেন দীপিকা। শনিবার কাতারের উদ্দেশে রওনা দেয়ার সময় মুম্বাই বিমানবন্দরে এক আলোকচিত্রী দীপিকাকে মেসির সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেন।
সেই আলোকচিত্রী দীপিকাকে বলেন, “মেসির সঙ্গে সেলফি তুলে ‘ধুম মাচিয়ে’ দিন ম্যাম। আপনার সঙ্গে মেসির ছবি দেখতে চাই। আমি মেসির দারুণ ভক্ত’। একথা শুনে মিষ্টি হেসে দীপিকা বলেন, ‘বলছি গিয়ে’।
ফাইনালের মঞ্চে শুধু দীপিকা নয় ভারতের নোরা ফাতেহিকেও দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে ফিফা টুইট করে জানিয়েছে, “রবিবার (১৮ ডিসেম্বর) একটি স্মরণীয় সন্ধ্যা হতে চলেছে। সাউন্ডট্র্যাক তারকা ডেভিডো, আয়েশা, ওজুনা এবং গিমস, নোরা ফাতেহি, বলকিস, রাহমা রিয়াদ এবং মানাল কাতারে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে লাইভ পারফর্ম করবেন।”
এছাড়া ভারত থেকে নিজের আসন্ন সিনেমা ‘পাঠান’ এর প্রচারণা করতে বিশ্বকাপ ফাইনালের মাঠে উপস্থিত থাকবেন শাহরুখ খান।

আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ-দীপিকার ‘পাঠান’। এই ছবিতে আরও আছেন জন আব্রাহাম।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা