চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চীনে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে অর্ধশতাধিক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে সোমবারের ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ জনের বেশিতে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিল প্রদেশটির রাজধানী চেংডু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লুডিং নামে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে।

স্থানীয়রা জানান, মোবাইল বার্তায় ভূমিকম্পের সতর্কবার্তা পেয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে মানুষ। এরই মধ্যে ভূমিকম্প আঘাত হানলে অনেকে ভয়ে কাঁদতে থাকেন। ভূমিকম্পে স্থানীয় ইয়ান শহরে ১৭ জন এবং পাশের গাঞ্জি এলাকায় আরো ২৯ জনের মৃত্যু হয়। আরও হতাহতের শঙ্কা রয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিখোঁজ রয়েছেন অনেকে।

ভূমিকম্প আঘাত হানার পর প্রদেশের অনেক এলাকায় টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূমিধসে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। ভূমিকম্পে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ধবংস্তুপের নিচে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে ও সড়ক যোগাযোগ চালু করতে কাজ করে যাচ্ছেন শত শত উদ্ধারকর্মী।