চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাসরঘরে নবদম্পতির মৃত্যু

KSRM

বিয়ের রাতেই মৃত্যু হল বর ও বধূর। সকালে ঘর থেকে তাদের মৃতদেহ বের করা হল। বাসর রাতে নবদম্পতির মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাদের।

রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার ঘটনা।

Bkash July

পুলিশ সূত্রে জানা যায়, বরের নাম প্রতাপ যাদব, তার বয়স ২২ বছর। ৩০ মে তার সাথে বিয়ে হয় পুষ্পার। পুষ্পার বয়স ২০ বছর। বিয়ের অনুষ্ঠান শেষে নিজেদের ঘরে প্রবেশ করেন বর এবং বধূ। পরের দিন সকালে তাদের মৃতদেহ উদ্ধার হয়।

বন্ধ ঘরে বর-বধূর মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেন আত্মীয়-স্বজন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়। এসপি প্রশান্ত বর্মা জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে দু’জনের। একই চিতায় বর-বধূকে দাহ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন গ্রামের বহু মানুষ।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View