আর্জেন্টিনার ফাইনাল খেলা এবং অ্যাঙ্গেল ডি মারিয়ার গোল মোটামুটি একে অপরের পরিপূরক বলা চলে। গত তিনটি আসরের ফাইনালে এমন দেখা গেছে উইঙ্গারের থেকে। ২০২১ সালে কোপা আমেরিকায় শুরু, ফিনালিস্সিমা হয়ে কাতার বিশ্বকাপ, ফাইনালে গোল পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের আগে ডি মারিয়াকে খেলানো-না খেলানো নিয়ে বলেছেন কোচ লিওনেল স্কালোনি।
ফাইনালে ৩৬ বর্ষী ডি মারিয়াকে নিয়ে স্কালোনি বলেছেন, ‘ডি মারিয়া ইকুয়েডরের বিপক্ষে খেলেননি, সেটা তার শেষ ম্যাচ হতে পারত। ভুল হোক বা না হোক, আমরা বিবেচনা করেছিলাম তাকে খেলানো ঠিক হবে না। যদিও এটি তার শেষ ম্যাচ, তবে সিদ্ধান্তটা আসলে দলের স্বার্থে নিতে হবে তার আগে।’
১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। যার মধ্যে স্মরণীয় ফাইনালের তিন গোল। ক্যারিয়ারের শুরুর চেয়ে শেষবেলায় প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ দেখছেন তিনি।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ।








