চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টিপু-প্রীতি হত্যায় গ্রেফতার ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

রাজধানীর শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা টিপু হত্যা মামলায় ডিবির হাতে গ্রেফতার জাতীয় পার্টি নেতা রবিন ও তিন আওয়ামী লীগ নেতা সোহেল টিটু ও খাইরুলকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকার গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ বলেছেন, আগে গ্রেফতার হওয়া আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডটিতে কার কী সম্পৃক্ততা রিমান্ডে তা জানার চেষ্টা করবে ডিবি।

গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নিহত হন। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। দুই খুনের ঘটনায় সর্বশেষ চারজনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও চার থেকে পাঁচজন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।