চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিনেপ্লেক্সের পাঁচ শাখায় চলবে ‘দামাল’, দৈনিক ১৭ শো

২৮ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি ‘দামাল’

শুক্রবার (২৮ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’। রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত এই ছবিটি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি রাজধানীর অভিজাত মাল্টিপ্লেক্সগুলোতেও দেখতে পারবেন দর্শক।

এরমধ্যে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখাতেই চলবে ‘দামাল’। এই শাখাগুলোতে প্রথম দিন (শুক্রবার) ১৬টি শো দেখা যাবে। ঠিক এর পরদিন (শনিবার) থেকে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় ১৭টি শো চলবে।

Bkash July

সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (৫টি শো), মিরপুর সনি (৪টি শো), মহাখালীর এসকেএস (২টি শো), ধানমন্ডি সীমান্ত সম্ভার (৪টি শো) ও বিজয় সরণী (২টি শো)- সবগুলো শাখা মিলে ১৭টি শো দেয়া হয়েছে; এমনটা জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘দামাল’ এর অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। কেউ চাইলে স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইট ভিজিট করেও অনলাইনে টিকেট করতে পারবেন।

Reneta June

কোরবানির ঈদে পরিচালক রায়হান রাফী পরিচালিত ছবি ‘পরাণ’ মাত্র ৪ শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল। পরে দর্শকদের চাপে দৈনিক ২৮টি পর্যন্ত শো পায়! অল্পদিনেই ব্লটবাস্টার হিট হয়ে ওঠে। ‘পরাণ’র পর রাফীর নতুন ছবি ‘দামাল’ মুক্তি পাচ্ছে। সে কারণে দর্শকের প্রত্যাশাও বেশি।

ফরিদুর রেজা সাগরের মূল গল্পে নির্মিত হয়েছে ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধের কাহিনি উপজীব্য করে তৈরি হয়েছে ছবিটি। পরিচালক রাফী তার ‘দামাল’কে বলছেন ক্যারিয়ারের বেস্ট ছবি। তার কথা, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব সিনেমা তৈরি হয় বেশিরভাগই অনুদানের সিনেমা। বাণিজ্যিকভাবে কেউ মুক্তিযুদ্ধের সিনেমা বানায় না।

রাফী বলেন, সেই জায়গা থেকে আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। যা সব শ্রেণির দর্শক হলে গিয়ে পরিবার নিয়ে দেখতে পারবে। সেই সঙ্গে তারা হাততালি দেবে, নাচবে, কাঁদবে এবং বের হওয়ার সময় তৃপ্তি নিয়ে বের হবে।

তিনি আরও বলেন, যে পরিমাণে কষ্ট করেছি ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই কারণে আমি সবসময় বলি আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা ‘দামাল’। দর্শকরা আমাকে যেভাবে বিশ্বাস করেছে কোনোভাবে তারা ‘দামাল’ দেখে হতাশ হবেন না। সব ছবি আমার সন্তান। কিছু সন্তান জন্ম দিতে গিয়ে মায়েদের একটু বেশি কষ্ট করতে হয়। ‘দামাল’ এর ক্ষেত্রেও তাই হয়েছে। ‘দামাল’ বানাতে গিয়ে প্রসব বেদনার মতো কষ্ট করেছি।

‘দামাল’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, শাহনাজ সুমী, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, সামিয়া অথৈ, পূজা প্রমুখ।

Labaid
BSH
Bellow Post-Green View