বিতর্কিত দু’টি বই নতুন করে তৈরি করে দেবো: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন: ষষ্ঠ শ্রেণীতে একটি এবং সপ্তম শ্রেণীতে একটি বই বন্ধ থাকবে। এই দু’টি বই পড়ার দরকার নেই। এখানে যদিও ইসলামবিরোধী কিছু নেই, তবুও বই দুটি নতুন করে তৈরী করে দেবো। আজ দুপুরে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন