ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা বিদেশী ভাষার ছবির পুরস্কার জিতেছে এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। একই ছবির ‘নাটু নাটু’ পেল সেরা গানের সম্মান।
রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল ২৮ তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের আসর। দুটি পুরস্কার জিতে নেয়ার পর ‘আরআরআর’-এর অফিশিয়াল টুইটার থেকে এমএম কিরাভানির পুরস্কার গ্রহণের পরে দেয়া বক্তব্যের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “নাটু নাটু আবার! জানাতে পেরে আনন্দিত যে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে ‘আরআরআর’-এর গানের জন্য সেরা গানের সম্মান জিতেছি।”
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য পুরস্কার জেতার পর ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের অফিসিয়াল টুইটার থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, “সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিকস চয়েজ পুরস্কারের বিজয়ী হওয়ায় ‘আরআরআর’-এর কলাকুশলীদের অভিনন্দন।”
সম্প্রতি ‘নাটু নাটু’ গানের জন্য গোল্ডেন গ্লোব জেতে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
