চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যাদের হাতে উঠলো ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড

রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল ২৮ তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের আসর। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবিটি। সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার উঠেছে ব্রেন্ডন ফ্রেজার ও কেট ব্ল্যাঞ্চেট-এর হাতে। এক নজরে দেখে নিন কাদের হাতে উঠেছে এবারের ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড।

সেরা ছবি: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

Bkash July

সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার, দ্য হোয়েল

Reneta June

সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট, টার

সেরা পার্শ্ব অভিনেতা: কে হুয়ে কুয়ান, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যাঞ্জেলা বাসেট, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার

সেরা তরুণ অভিনেতা/অভিনেত্রী: গ্যাব্রিয়েল লাবেল, ফেবেলম্যানস

সেরা মৌলিক চিত্রনাট্য: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট,এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা অ্যাডাপডেট স্ক্রিনপ্লে: সারাহ পলি, ওমেন টকিং

সেরা সিনেমাটোগ্রাফি: ক্লাউডিও মিরান্ডা, টপ গান: ম্যাভেরিক

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্লোরেন্সিয়া মার্টিন, অ্যান্টনি কার্লিনো, ব্যাবিলন

সেরা সম্পাদনা: পল রজার্স, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা কস্টিউম ডিজাইন: রুথ ই. কার্টার, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার

সেরা চুল এবং মেকআপ: এলভিস

বিদেশী ভাষার সেরা ছবি: আরআরআর

সেরা কমেডি: গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি

সেরা অ্যানিমেটেড ফিল্ম: গুইলারমো দেল তোরো’স পিনোচিও

সেরা গান: নাটু নাটু, আরআরআর

সূত্র: নিউইয়র্ক টাইমস 

Labaid
BSH
Bellow Post-Green View