চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রাখবো’

KSRM

ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসের সৌদি আরবের লিগে শিরোপার দৌড়ে দুইয়ে আছে। দুইয়ে থাকলেও শিরোপা জেতার ব্যাপারে শেষপর্যন্ত বিশ্বাস রাখতে চান পর্তুগীজ মহাতারকা।

টেবিলের সাত নম্বর দল আল তা’য়ের বিপক্ষে সবশেষ ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে আল নাসের। গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ঝরান সিআর সেভেন।

Bkash July

‘গুরুত্বপূর্ণ জয়, আর মাত্র তিনটি খেলা বাকি আছে। শেষ না হওয়া পর্যন্ত আমরা বিশ্বাস রাখবো।’

মৌসুমে ২৭ ম্যাচ খেলে ৬৩ পয়েন্টে সবার উপরে আল ইত্তিহাদ। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রোনালদোর আল নাসের। মৌসুম শেষ করতে দুদলেরই তিন ম্যাচ করে বাকি। যাতে সমীকরণ পাল্টে দিতে চান রোনালদো।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View