চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ল্যাব থেকেই করোনা ভাইরাস উৎপত্তি হতে পারে: শীর্ষ চীনা বিজ্ঞানী

KSRM

চীন সরকারের একজন সাবেক শীর্ষ বিজ্ঞানী বিবিসি নিউজকে বলেছেন, করোনা ভাইরাস ল্যাব থেকে উৎপত্তি হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবেনা। বরং এটি ল্যাব থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েই গেছে।

অধ্যাপক জর্জ গাও চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) প্রধান হিসেবে করোনা মহামারীর প্রতিক্রিয়া এবং এর উৎপত্তি খুঁজে বের করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Bkash July

চীন সরকার উহানের একটি ল্যাবে করোনা ভাইরাসের উদ্ভব হতে পারে এমন সম্ভাবনাকে খারিজ করে দিয়েছে।

বিবিসি রেডিওর এক সাক্ষাৎকারে অধ্যাপক জর্জ গাও বলেছেন, আপনি যে কোনও বিষয়কে সন্দেহ করতেই পারেন। কিন্তু এটিই বিজ্ঞান, কোন সম্ভাবনাকেই উড়িয়ে দেয়া যাবে না।

Reneta June

অধ্যাপক জর্জ গাও একজন বিশ্ব-নেতৃস্থানীয় ভাইরোলজিস্ট এবং ইমিউনোলজিস্ট। তিনি গত বছর চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল থেকে অবসর নেওয়ার পর এখন চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

জর্জ গাও জানান, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি ল্যাবে এক ধরণের আনুষ্ঠানিক তদন্ত করা হয়েছে। ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, এই তত্ত্বটিকে সম্ভবত চীনা সরকার তার অন্যান্য সরকারী বিবৃতিগুলির চেয়ে বেশি গুরুত্ব সহকারে তদন্ত করেছে।

তিনি বলেছেন, সরকার সবকিছু প্রয়োজনমত করে সাজিয়েছিল। তবে এতে তার নিজস্ব বিভাগ, চায়না সিডিসি জড়িত ছিল না বলেও জানান তিনি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View