জন্মদিনে আবুল মাল আবদুল মুহিতকে স্মরণ: তার কর্মময় জীবন নিয়ে বই প্রকাশের উদ্যোগ
প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মময় জীবন নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। ৮৯তম জন্মদিনের স্মরণসভায় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ উদ্যোগটিকে সফল করতে বরেণ্য এই গুণীর পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীদের লেখা দেওয়ার আহ্বান জানিয়েছেন। আবুল মাল আবদুল মুহিতের নামে একটি ট্রাস্ট কিংবা ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিয়েছেন সাবেক অর্থমন্ত্রীর সহোদর-পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিস্তারিত জানাচ্ছেন রিজভী নেওয়াজ।