চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পণ্য ও যাত্রী পরিবহনের নিরাপত্তায় কোস্ট গার্ড ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উপকূলীয় অঞ্চলে নিরাপত্তার জন্য একটি সুশৃঙ্খল বাহিনীর প্রয়োজন ছিল, আমরা সেটা করতে পেরেছি। আমাদের কোস্ট গার্ড বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে পণ্য ও যাত্রী পরিবহনের নিরাপত্তায় ভূমিকা রাখছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী।

এসময় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভারত এবং মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা আমাদের বিশাল সুমদ্রসীমা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের সমুদ্রসীমা রক্ষা, মৎস আহরণসহ উপকূলীয় অঞ্চলের সকল নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড বাহিনী।

প্রধানমন্ত্রী জানান, সুনীল অর্থনীতি রক্ষায় কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করতে গভীর সমুদ্রে টহল উপযোগী চারটি ওপিভি, ৯টি প্রতিস্থাপক জাহাজ, ২টি মেরিটাইম ভার্সন হেলিকপ্টারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডকে আধুনিকায়ণ করার লক্ষ্যে এতে আরও যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ, মেরিটাইম সার্বালাইম সিস্টেম ও  দ্রুতগতি সম্পন্ন পোর্ট।

এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, যার যেটুকু জমি আছে, সে সেটুকু যেন কাজে লাগায়। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ গড়ার লক্ষ্যে এক ইঞ্চি জমি যেন খালি না থাকে, সকলকে খাদ্য উৎপাদনে ভূমিকা রাখতে হবে।

এসময় প্রধানমন্ত্রী কোস্ট গার্ড বাহিনীর বিভিন্ন কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি পদকসহ মোট চারটি ক্যাটাগরিতে ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।