চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ওমিক্রনের ব্যাপক বিস্তার রুখে দিয়েছে ক্রিসমাস ফ্লাইট

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের ব্যাপক বিস্তার রোধে বিভিন্ন দেশে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের অংশ হিসেবে ক্রিসমাসকালীন ভ্রমণের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এর ফলে ওমিক্রনের ব্যাপক বিস্তার প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানায়, বিশ্বব্যাপী হাজারেরও অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রেও আগের দিনের সংখ্যাকে অতিক্রম করে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশটির হাসপাতালগুলো পরিপূর্ণ বলে বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

শুক্রবার ক্রিসমাসের সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট ক্রুদের অনেকেই করোনা আক্রান্ত হওয়ায় তারা ফ্লাইট পরিচালনায় হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়েই তাদের কিছু ফ্লাইট বন্ধ রাখতে হয়েছে।

আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ফাউসি সতর্ক করে বলেন, ক্রিসমাস উপলক্ষ্যে ভ্রমণের প্রভাবে করোনা আরও ছড়িয়ে পড়বে। যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তারাও শঙ্কা মুক্ত নন বলে জানান তিনি।

বিবিসি জানায়, ইতালি, স্পেন এবং গ্রিস ঘরের বাইরে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে। স্পেনের কিছু অংশে রাতে কারফিউ জারি করা হয়েছে। নেদারল্যান্ডসে কঠোর লকডাউন রাখা হয়েছে।

বিজ্ঞানীদের সূত্রে বিবিসির প্রতিবেদনে বলা হয়, পূর্বের অন্যান্য ধরনের তুলনায় করোনার নতুন ধরন ওমিক্রন মৃদু হলেও এর সংক্রমণের হার অনেক বেশি।

গত বৃহস্প্রতিবার যুক্তরাজ্য, ফ্রান্স ও ইটালিতে রেকর্ড সংখ্যক সংক্রমণের খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়াতেও হাজারেরও বেশি উৎসব যাত্রা বাতিল করা হয়েছে। শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে দেশটি।

এই উৎসবের পরপরই ইউরোপের অনেক দেশেই কঠোর স্বাস্থ্য সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করার প্রস্তুতি নেয়া হচ্ছে। জার্মানীতে ২৮ ডিসেম্বর থেকে ১০ জনের অধিক জমায়েত ও নাইট ক্লাব বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। পর্তুগালে ২৬ ডিসেম্বর থেকে নাইট ক্লাব ও বার বন্ধ থাকবে। দেশটি ৯ জানুয়ারি থেকে বাড়িতে বসেই সব কাজ করার নির্দেশনা দিয়েছে।