চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের প্রথম দু’শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দিনের এই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৮ শতাংশ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার  (১৮ মে) ‘বি’ ইউনিটের তিন শিফটের প্রথম দুই শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিফট-৩ এর পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম দুই শিফটে আবেদনকারীর সংখ্যা যথাক্রমে ১৭ হাজার ৬৬১ জন ও ১৭ হাজার ৬৮৫ জন।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক জানান, প্রথম শিফটে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৩৭৬ জন। দ্বিতীয় শিফটে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪০০ জন। দুই শিফটে উপস্থিতির হার যথাক্রমে ৮১.৩৫ শতাংশ ও ৮১.৪২ শতাংশ।

তিনি আরও জানান, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ৮টা ১৫ এর শাটল দেরি করে আসায় আমরা প্রথম শিফটের পরীক্ষা ১৫ মিনিট দেরিতে শুরু করেছি।’