চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চীনে ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বাতিল

প্রায় তিন বছর বন্ধ থাকার পর চীনে ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বাতিল করা হয়েছে। এখন ওয়ার্কিং ভিসা ও শিক্ষা ভিসা নিয়ে চীনে প্রবেশ করা যাবে। পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করার জন্যও যাওয়া যাবে দেশটিতে।

দেশটিতে ‘জিরো-কোভিড’ নীতি থেকে সরে আসার পর সবচেয়ে বড় পরিবর্তন এটি। চীনে করোনা সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে যাওয়ার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, করোনা সংক্রমণ বাড়ায় চীনে হাসপাতালগুলোতে জায়গা নেই, বয়স্করা মারা যাচ্ছেন।

শুক্রবার চীন জানিয়েছে, গত সপ্তাহে টানা চার দিন কোনো মৃত্যু হয়নি, প্রায় চার হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তথ্য প্রকাশ বন্ধ করে দিয়েছে চীন।

ব্রিটিশ স্বাস্থ্য সংস্থা এয়ারফিনিটি অনুমান করছে, চীনে প্রতিদিন ১০ লাখ মানুষ সংক্রমিত হচ্ছেন আর মারা যাচ্ছেন পাঁচ হাজার মানুষ।