শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবীতে রাজধানীতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ঢাকা কলেজের সামনে দু’দলের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশত। গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি সামাল দিতে রাজধানী ঢাকা-চট্টগ্রাম-বগুড়া ও রাজশাহীতে টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী, বিজিবি।






