চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যানেল আই হোক সবার বন্ধু: ফরিদুর রেজা সাগর

KSRM

চ্যানেল আই’য়ের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, ঢাকায় উপমহাদেশের প্রথম টেলিভিশনের ৫৮ বছর এবং চ্যানেল আইয়ের ২৫ বছরে প্রত্যাশা, আমাদের টেলিভিশন হোক সবার বন্ধু।

শুভেচ্ছাপত্রে তিনি লিখেছেন, একজন শিপলুর কথা বলি। শিপলুর বয়স এখন কত? ত্রিশ পার হয়ে গেছে। পড়াশোনা করেছে। শিপলু এখন কাজ করেন টেলিভিশনে। তবে কোনো টেলিভিশনে চাকরি করেন না। শিপলুর জীবনে অনেক ঘাত প্রতিঘাত গেছে। কিন্তু তাকে সবসময় উৎসাহ দিয়েছে টেলিভিশনের একটি চরিত্র মানুষ। তাকে বাস্তবে দেখেছে সে অনেক পরে। যদিও মানুষটির সঙ্গে তার পরিচয় ছোটবেলা থেকে।

Bkash

সেই মানুষটির নাম ম্যাকগাইভার। টেলিভিশনের এক সময়কার দুর্দান্ত জনপ্রিয় এক সিরিজের নায়কের নাম ম্যাকগাইভার। ম্যাকগাইভার দেখে শিপলু জীবনের সব প্রতিকূলতা কাটিয়ে বড় হয়েছে। উৎসাহ পেয়েছেন ম্যাকগাইভারের কাছ থেকে।

পড়াশোনা শেষ করে কাজ করেছে বিভিন্ন চ্যানেলে। সে বিদেশি ছবি সরবরাহ করেন। এই বিদেশি ছবি সরবরাহ করতে গিয়ে সে বিদেশ থেকে ম্যাকগাইভারও নিয়ে এসেছে। কিন্তু আজ পর্যন্ত ম্যাকগাইভারকে কোনো চ্যানেলে দেখানোর জন্য দেননি। নিজে নিজে ম্যাকগাইভারের মতোই সে কাজ করে যাচ্ছে মানুষের উপকারের জন্য। শিপলু আমাদের দেশের আঠারো কোটি মানুষের একজন।

Reneta June

আজকে চ্যানেল আইয়ের ২৫ বছরে বলতে পারি অন্তত একজন মানুষ তার জীবন নির্ধারণ করে। টেলিভিশনকে ভালোবেসে জীবনকে পরিচালিত করেছে। এবং এখন পর্যন্ত আমার ধারণা শিপলু একা নয়, এই সংখ্যা অনেক। যারা টেলিভিশনের ম্যাকগাইভার বা অনেক চরিত্র বুকের মধ্যে রেখে এগিয়ে যাচ্ছে জীবনের কঠিন পথে।

প্রসঙ্গক্রমে বলতে পারি, একজন আবদুল্লাহ আবু সায়ীদ, মমতাজউদদীন আহমদ, জামিল চৌধুরী, ডা. বদরুদ্দোজা চৌধুরী, আসাদুজ্জামান নূর, মুস্তাফা মনোয়ার, মেয়র আনিসুল হক, শাইখ সিরাজ, ফেরদৌসী রহমান কিংবা ফেরদৌসী মজুমদার, রেজওয়ানা চৌধুরী বন্যা, জুয়েল আইচ, হানিফ সংকেত, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন প্রত্যেকের জীবনে সফল হওয়ার পেছনে রয়েছে টেলিভিশন। তাদের পেশাগত পরিচয় ছাপিয়ে তারা মানুষের প্রিয়মুখ হয়ে উঠেছেন। তাদের বৃহত্তর জীবনের সাফল্যের পেছনে টেলিভিশনের ব্যাপক অবদান রয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View