চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যানেল আইয়ের ২৪

চ্যানেল আই। দেশের সম্প্রচার জগতের এক অনন্য নাম। জনগণের আবেগ-অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা আর স্বপ্ন পূরণের পথযাত্রায় গর্বের ২৪ বছরে পদার্পণ করছে। ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরুর পর থেকে নতুনত্ব আর বৈচিত্রময় অনুষ্ঠানের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে।

‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগানে লাল-সবুজের চেতনায় নানা কর্মকাণ্ডের মাধ্যমে মননশীল ও সৃষ্টিশীল জাতি গঠনে বিরামহীন কাজ করে যাচ্ছে চ্যানেল আই। দেশের দর্শক যখন একটি মাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখতে দেখতে একঘেয়ে আর ক্লান্ত হয়ে পড়েছিল, তখন তাদের কাছে নতুন দিগন্ত হয়ে আসে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই।

Bkash July

সেই থেকে চ্যানেল আই গত ২৩ বছরে দর্শকপ্রিয় অসংখ্য অনুষ্ঠান উপহার দেওয়ার পাশাপাশি নতুন শিল্পী তৈরির এক কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। শিল্পের যেকোন শাখায় কৃতি, প্রতিভাবান ও জনপ্রিয়দের অধিকাংশেরই সূতিকাগার চ্যানেল আই। তিনি হোন কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পী কিংবা আবৃত্তিশিল্পী। তাদের বড় অংশটি উঠে এসেছে চ্যানেল আইয়ের প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মধ্য দিয়ে।

আমরা জানি, টেলিভিশন শুধু বিনোদনের মাধ্যম নয়, জাতির বিবেক ও সমাজের দর্পণ হয়ে কাজ করে। নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এই সম্প্রচার মাধ্যমে কেবল তথ্য ও সংবাদচিত্র দর্শকের কাছে তুলে ধরে না; নানা ইস্যুতে জনমত তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণমানুষের বঞ্চনা ও চাওয়া-পাওয়ার কথা তুলে ধরে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। সেটা কৃষকের কণ্ঠ হোক কিংবা সাধারণ মানুষ; মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছে।

Reneta June

তবে সম্প্রতি অনেকেই বলার চেষ্টা করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আজকাল অনেকেই টেলিভিশনের পর্দার সামনে বসেন না। কিন্তু কেউ গভীরভাবে ভেবে দেখলে, অন্যরকম উত্তর পাবেন। কোনোভাবেই এর গুরুত্ব কমেনি। কিংবা টেলিভিশন হারিয়ে যাচ্ছে না। বরং নানা ফর্মে এগিয়ে চলছে যুগের সাথে তাল মিলিয়ে।

কারণ আগের মতো টেলিভিশন অনুষ্ঠান একবার প্রচার করেই এখন তা আর্কাইভে চলে যাচ্ছে না। ফেসবুক লাইভ, ইউটিউবসহ নানান ডিজিটাল প্ল্যাটফর্মে আরো জীবন্ত হয়ে উঠছে টেলিভিশনের কনটেন্ট। দর্শকের যখন ইচ্ছা তা দেখে নিতে পারছেন। এর মানে দাঁড়াচ্ছে, যত নতুন নতুন প্রযুক্তি আসছে, ততোই টেলিভিশনের কদর বাড়ছে।

গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় চ্যানেল আই সঠিক পথেই আছে। চ্যানেল আই বরাবরই নতুনত্বের প্রতিনিধিত্ব করে। থাকে সব ভালোর সঙ্গে। এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক, শুভক্ষণে দর্শক-শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা।

Labaid
BSH
Bellow Post-Green View