চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মৃণাল রূপে চঞ্চল, অন্তর্জালে বাহবা

‘কোনটা আসল কোনটা নকল ধরতে পারবেন না!’- কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী আসন্ন সিনেমা ‘পদাতিক’ এ মৃণাল সেন রূপে বাংলাদেশের চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করে এমনটাই বলছেন নেটিজেনরা।

‘পদাতিক’ এ দেখতে কে কেমন হবে, শুক্রবার সকালে সেটার ফার্স্ট লুক প্রকাশ করেছে এই ছবির প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত হওয়ার পর নির্মাতা সৃজিত মুখার্জী ও প্রযোজক ফিরদাউসুল হাসানও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করেন। মুহূর্তে যা ছড়িয়ে যায়!

শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনেও ‘পদাতিক’ এর মূল চরিত্রদের ফার্স্ট লুক নিয়ে হইচই পড়ে যায়। বিশেষ করে মৃণাল সেন চরিত্রে চঞ্চল চৌধুরীর লুক নিয়ে রীতিমত শোরগোল!

এরইমধ্যে ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চরমে। ফিকশনাল পোস্টারও তৈরি করছেন কেউ কেউ

শুধু সাধারণ দর্শক নয়, দেশের নির্মাতা, অভিনেতা সহ অন্যান্য কলাকুশলীরাও মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক দেখে চমকিত হন! ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা মৃণাল রূপে চঞ্চলের ফার্স্টলুক শেয়ার করে ফেসবুকে লিখেন,‘আমার প্রিয় মানুষটার চরিত্র করবে এবার আমার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। লাভ। সুন্দর করে কইরেন ভাই।’

চঞ্চলের সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ‘হাওয়া’র পেজ থেকেও মৃণাল রূপে চঞ্চলের ফার্স্ট লুক শেয়ার করে বলা হয়, ‘বরেন্দ্র চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের রূপে আমাদের চঞ্চল চৌধুরী।’

শুধু চঞ্চল নয়, মৃণালের চরিত্রে এমন ‘লুক অ্যা লাইক’ চঞ্চলকে খোঁজে নেয়ায় কেউ কেউ নির্মাতা সৃজিত মুখার্জীরও প্রশংসা করছেন! একজন লিখেছেন, ‘চোখ আছে মানুষটার! সৃজিত মুখার্জী দা,বরাবর কাস্টিং এর ব্যাপারে এগিয়ে আছে। চঞ্চল চৌধুরী যেন সাক্ষাৎ মৃণাল সেন। কোনো ভারী মেক আপ ছাড়াই। শুভ কামনা। আর একটা মাস্টারপিস দেখতে আগ্রহী রইলাম।’

তবে এদিন শুধু চঞ্চলের লুক নয়, মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে আছেন মনামী ঘোষ। প্রকাশ পেয়েছে সেই লুকও। সেই সঙ্গে মৃণাল পুত্র কুনাল সেনের চরিত্রে দেখা গেছে সম্রাট চক্রবর্তীকে।

দু’দিন আগেই বলিউড চঞ্চল অভিনীত সৃজিত মুখার্জীর নির্মিতব্য ‘পদাতিক’ নিয়ে মেগাস্টার অমিতাভ বচ্চন তার সোশ্যাল হ্যান্ডেল থেকে শুভ কামনা জানিয়েছেন। যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সকলে।

২০২৩ সালে ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের জন্মশত বর্ষ। তারই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে ‘পদাতিক’। সেক্ষেত্রে একটি নয়, পশ্চিম বাংলার আরও দু’জন জনপ্রিয় পরিচালক মৃণালকে নিয়ে দুটি ছবি তৈরি করছেন। তারা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত।

জানা গেছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নাম ‘পালান’ এবং অঞ্জন দত্তের ছবির নাম ‘খারিজ’।