
আসাদুজ্জামান বাবুল: স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসন অপু, মারুফা আক্তার পপি ও গ্লোরিয়া সরকার র্ঝণা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপির পরিচালনায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুস্পমাল্য র্অপণ করে গভীর শ্রদ্ধা জানায় কেন্দ্রিয় আওয়ামী লীগের নেতাবৃন্দ। এরপর জেলা ও উপজলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলনে, ১৯৭২
সালের ১০ জানুয়ারি ছিল মহা বিজয়ের দিন, যা বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মাধ্যমে র্পূণতা লাভ করে। কিছু কিছু রাজনৈতিক দল দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চাইছে। সেই সাথে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপি জামায়াতের এই তৎপরতা ও গুজব থেকে দেশের মানুষকে সচেতন করতে হবে।