৪৪ জন ফিলিস্তিনী প্রাণ হারানোর পর যুদ্ধ বিরতি
গাজায় টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর রোববার গভীর রাত থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে তার আগেই প্রাণ হারিয়েছেন শিশুসহ ৪৪ ফিলিস্তিনী। আহত হয়েছেন ৩৫০ জন। এর মধ্যে নিহত ১৫ শিশুর নাম পরিচয় প্রকাশ করেছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বেসামরিক এসব নাগরিক হতাহতের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্টে বিস্তারিত।