চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

KSRM

কিশোরগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস একই এলাকার বাসিন্দা।

Bkash July

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরীহাটি গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস গত সোমবার দুপুরে শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ ঘটনার পর অভিযুক্ত আব্দুল কুদ্দুস এলাকা ছেড়ে পালিয়ে যান।

এ ব্যাপারে মঙ্গলবার মেয়েটির পিতা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Reneta June

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View