কানাডায় আবাসন খাত নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিদেশি নাগরিকত্বধারীদের স্থানীয় বাড়ি কেনায় নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা সরকার।
আগামী দুই বছরের জন্য বিদেশি ব্যক্তি ও বিদেশী প্রতিষ্ঠানের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এই আইনের আওতায় বাাংলাদেশীরাও রয়েছেন। কানাডা সরকার, বাড়ির দামের আকাশচুম্বী নিয়ন্ত্রণ ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে।
বিল সি -২০ অনুযায়ী যারা কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন এবং রেজিস্ট্রিকৃত প্রতিষ্ঠান নন তারা আগামী দু বছরের জন্য কানাডায় কোন বসত বাড়ি কিনতে পারবেন না। তবে সেনসাস মেট্রোপলিটন এরিয়া এবং সেনসাস এগোলোমেট্রিও এরিয়া ছাড়া বিদেশীদের বাড়ি কেনার সুযোগ রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, অন্টারিওর ২ দশমিক ২ শতাংশ, ব্রিটিশ কলাম্বিয়ার ৩ দশমিক ১ শতাংশ আবাসনের মালিক বিদেশি। এ ছাড়া টরন্টো ও ভ্যাঙ্কুভারে যথাক্রমে ২ দশমিক ৭ ও ৪ দশমিক ২ শতাংশ আবাসনের মালিক বিদেশি।
কানাডায় বাড়ির দাম বাড়া নিয়ে চাপে আছে দেশটির সরকার।বাজার নিয়ন্ত্রণে চলতি বছরের ফেডারেল বাজেটে নতুন করে আবাসনের জন্য কয়েক শ কোটি ডলার বরাদ্দও করা হয়েছে। গত বছর বাড়ির দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। এ ছাড়াও দেশটিতে বাড়িভাড়া দিন দিন বেড়েই চলেছে।