চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। পৌষ ও মাঘের শুরু থেকে একটানা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। এতে বিপাকে পড়েছে ৪ উপজেলার কয়েক লাখ মানুষ।

অঞ্চলটিতে কুয়াশা কমে আসলেও ফুরফুরে বাতাস শীতের মাত্রা আরও একধাপ বাড়িয়ে দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা  ৫ থেকে ৬  ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেনীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড থাকায় শৈত্যপ্রবাহের সাথে সাথে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিলো ৮৮ শতাংশ। এর আগে দিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৪ শতাংশ।

এদিকে, তীব্র শীতে খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। দিন আনা দিন খাওয়া মানুষ পেটের ক্ষিদে মেটাতে প্রচন্ড শীতেও খুব সকাল থেকেই তাদের কাজ শুরু করছে। জেলায় সকালের পর থেকে সূর্যের দেখা মিললেও শৈত্য প্রবাহের কারণে স্বাভাবিক কর্মজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। ঠান্ডা বাতাসে অতিষ্ঠ হয়ে পড়েছে কর্মজীবী মানুষ।

 

Labaid
BSH
Bellow Post-Green View