বাজেট আইএমএফ’র পরামর্শে নয়: অর্থমন্ত্রী
আইএমএফ’র পরামর্শে নয়, এদেশের মানুষের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে বাজেট তৈরি হয়েছে। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আইএমএফ এর প্রেসক্রিপশনে থাকার উপকারিতা তুলে ধরে মন্ত্রী বলেন, এতে অনেক সংস্কার সহজ হয়। মূল্যস্ফীতি নিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্থমন্ত্রী কিছুটা ধৈর্য্য হারান, স্বীকার করেন এটা নিয়ে তিনি নিজেও শংকিত, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে আশাবাদী। তার আশা বিশ^বাজারে জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে, আইএমএফ বলেছে আরো কমবে, কাজেই দেশের বাজারেও নিত্যপণ্যের দাম কমবে।
বিজ্ঞাপন