চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় ভাই বোন নিহত

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় ভাই বোন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে একই পরিবারের অন্তত আরো ৩ জন।

শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ কাজিপুর সড়কের কুরালিয়া বাজার এলাকায় বালুবোঝাই ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামে।

নিহতরা হলো ভাই মুকুল হোসেন ও বোন লিপি খাতুন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কবিরাজ বাড়ি থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন ভাই মুকুল হোসেন, বোন লিপি খাতুনসহ পরিবারের আরো ৩ জন সদস্য। ফেরার পথে কুড়ালিয়া তেলপাম্পের সামনে বালুবাহি ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মারা যায় লিপি ও মুকুল।

পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Labaid
BSH
Bellow Post-Green View