নিয়মনীতির তোয়াক্কা না করেই নেত্রকোণায় যত্রতত্র গড়ে উঠছে ইট ভাটা। বসতবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের কোল ঘেষে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইট ভাটা চলছে বছরের পর বছর ধরে। হুমকিতে পড়েছে পরিবেশ ও শিক্ষা কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশেই চলছে অবৈধ এসব ইট ভাটা। পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের দাবি, অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান চলমান রয়েছে।







