চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেসিসহ যাদের নিয়ে ব্রাজিলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচটিকে ঘিরে উন্মাদনার শেষ নেই সমর্থকদের মাঝে। এর আগে উরুগুয়ের বিপক্ষেও লড়বে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। দলে দুই নতুন মুখ নিয়ে এবার দল দিয়েছে আর্জেন্টিনা।

১৭ ও ২২ নভেম্বরের দুই ম্যাচকে সামনে রেখে শনিবার ২৮ সদস্যের শক্তিশালী দল দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দল থেকে বাদ পড়েছেন উইঙ্গার আলেজান্দ্রো পাপু গোমেজ। গত মাসে ডোপিং টেস্টে পজেটিভ আসায় দু’বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী পাপু। তবে দলে নতুন মুখ দুই ডিফেন্ডার ফ্রান্সিসকো ওর্তেগা ও পাবলো ম্যাফেও।

২০১৯ সালে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ও শেষ অলিম্পিক দলের সদস্য ছিলেন ওর্তেগা। স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন পাবলো। চোটের কারণে জুয়ান ফয়েথ ও মার্কোস আকুনা বাদ পড়াতেই মুলত ডাক পেয়েছেন তারা।

এদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়া ও পাওলো দিবালা। দুটি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে যথারীতি রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিতেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, পাবলো ম্যাফেও, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান পেজেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ কোয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, ফ্রান্সিসকো ওর্তেগা ও নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডে পল, ইজিকুয়েল পালাসিও, জিওভানি লো সেলসো ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড: পাওলো দিবালা, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজ ও লুকাস কাম্পোস।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View