রানতাড়ায় নেমে কুমিল্লার বোলারদের ওপর ঝড় তুলেছিলেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ছন্দে থাকা দুই ব্যাটারকে ফিরিয়েছেন মঈন আলী।
অষ্টম ওভারের শেষ বলে প্রথম আঘাত হানেন ইংলিশ অলরাউন্ডার। সরাসরি বোল্ড করে ফেরান তামিমকে। তিনটি করে চার ও ছক্কায় ২৬ বলে ৩৯ রান করেন ফরচুন বরিশাল অধিনায়ক।
১০ ওভারে নিজের দ্বিতীয় ওভারে আসেন মঈন আলী। ওভারের তৃতীয় বলে মিরাজকে ফেরান জনসন চার্লসের ক্যাচ বানিয়ে। এক চার ও দুই ছক্কায় ২৬ বলে ২৯ রান করেন মিরাজ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে কুমিল্লাকে ব্যাটে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে লিটন দাসের দল। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ২ উইকেটে ৯৪ রান তুলেছে বরিশাল। কাইল মায়ার্স ৯ বলে ৮ রান ও মুশফিকুর রহিম ৫ বলে ৪ রানে ক্রিজে আছেন।







