চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ফরচুন বরিশালের নেতৃত্বে মিরাজ

KSRM

সাকিব আল হাসান নয় বিপিএলের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গত আসরে সাকিব ছিলেন দলটির অধিনায়ক। তার অধীনে ফাইনাল খেলে বরিশাল।

দলীয় সূত্র জানিয়েছে ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক বদলে খেলতে পারে তারা।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে বরিশাল। সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার হয়ে টসে অংশ নেন মুশফিকুর রহিম। দলীয় সূত্রে জানা গেছে হাঁটুতে টেপ পেচাতে সময় লাগায় মুশফিককে টস পর্বে পাঠানো হয়।

গতকাল শুক্রবার উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সহজে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে সিলেট। অন্যদিকে বরিশাল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে আজ।

কাগজে-কলমে এবার বিপিএলের সেরা দল বরিশাল। গত আসরে ফাইনালে পা ফসকালেও এবার শ্রেষ্ঠত্ব মুকুট নিতে মরিয়া দলটি। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই দেশি-বিদেশী তারকা সমৃদ্ধ দল গুছিয়েছে তারা।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View