বিপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে আছে ঢাকা ডমিনেটর্স। মাঠের খেলাতেও খুব একটা পথে ফেরার ইঙ্গিত নেই। সোমবার মাঝারি লক্ষ্য দিতে পেরেছে রংপুর রাইডার্সকে। নির্ধারিত ওভারে ৫ উইকেটে তুলতে পেরেছে ১৪৪ রান।
দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বলের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। সিদ্ধান্ত সঠিক প্রমাণে দ্বিতীয় ওভারেই উইকেট তুলতে শুরু করেন রংপুরের বোলাররা।
প্রথম বলে ঢাকার ওপেনার মিজানুল রহমান চার মেরে দারুণ শুরুর ইঙ্গিত দিলেও পরের ওভারে ওমরজাইয়ের বলে কাটা পড়েন। তার ব্যাটে আসে মাত্র ৫ রান।
২৩ রানে ওমরজাইয়ের দ্বিতীয় শিকার হন রানখরায় ভুগতে থাকা অপর ওপেনার সৌম্য সরকার, করে যান ১১ রান। পঞ্চম ওভারে অ্যালেক্স ব্লেককে হারালে পাওয়ার প্লে শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩০ রান।

তিনে নামা ওসমান ঘানির ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৭৩ রান। ৭ চার ও ৩ ছক্কায় ৫৫ বলের ইনিংস নিয়ে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক নাসির হোসেন ২২ বলে ২৯, মোহাম্মদ মিথুন ১৫ বলে ১৪ এবং আরিফুল হক ২ বলে ২ রানে অপরাজিত থাকেন।
রংপুরের আজমতুল্লাহ ওমরজাই ২৭ রানে ২টি, শেখ মেহেদী হাসান ১৩ রানে একটি এবং রাকিবুল হাসান ২১ রানে একটি করে উইকেট নেন।
