চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সপ্তাহের শেষেই বক্স অফিসে ধাক্কা খেল রণবীর-শ্রদ্ধার ছবি

মুক্তির শুরুতে বক্স অফিস আয় জমলেও সপ্তাহ শেষে বক্স অফিস আয় তেমন জমলো না রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’ এর।

ইতোমধ্যেই মুক্তির ৬দিন পার করে ফেলেছে ছবিটি। আর সপ্তাহ শেষে বলিউড মুভি রিভিউজ বলছে,  ৬দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে মাত্র ৭৫ কোটি রুপি।

Bkash July

দোলযাত্রা উপলক্ষ্যে মুক্তি প্রাপ্ত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি মুক্তির শুরুর দিকটাতে বক্স অফিস মাতালেও ষষ্ঠ দিনে গিয়ে এর আয় একদম ৬০ শতাংশ নেমে আসে। ফলে বক্স অফিসে ছবিটির আয় তেমন যে আর আগাবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে মুক্তির প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত আয়ের হিসেব করলে বেশ ভালো অবস্থানেই আছে ছবিটি। ২০২২ সালের শেষ থেকে শুরু করে ২০২৩ সালের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির তালিকা বিবেচনা করলে ‘পাঠান’ ও ‘ব্রহ্মাস্ত্র’র পরেই ‘তু ঝুটি ম্যায় মক্কর’ অবস্থান করছে।

Reneta June

লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ISCREEN
BSH
Bellow Post-Green View