
করণ জোহরের সঙ্গে নতুন একটি ছবির বিষয়ে আলোচনা করছেন সালমান খান। এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন এই তথ্য।
‘আপ কি আদালত’ শোতে সালমান জানিয়েছেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন থেকে ফোন এসেছিল। তাকে কয়েকটি চিত্রনাট্যও পড়তে দেয়া হয়েছে। একটি তার পছন্দ হয়েছে। সেটা আগামী বছরের ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে। ছবিটি পরিচালনা করবেন শেরশাহ নির্মাতা বিষ্ণু বর্ধন। সালমান কাজ করবেন বলে জানিয়েছেন। আরও জানিয়েছেন, একই সঙ্গে ডাক পেয়েছেন আদিত্য চোপড়ার থেকেও।
রসিকতা করে সালমান বলেন, ‘বড় প্রযোজক-নির্মাতারা গত ১০ বছর ধরে আমাকে ডাকছেন। তার আগে তারা কেউ আমাকে প্রস্তাব দেননি!’
করণ জোহরের সঙ্গে ২৫ বছর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে কাজ করেছিলেন সালমান। এরপর আর করণের ডাক পাননি সালমান।

২০২৩-এর ঈদে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করছে। তাই ২০১৪ এর ঈদ নিয়ে পরিকল্পনা শুরু করেছেন সালমান। আর তা যদি হয় করণ জোহরের ছবি, তাহলে ভক্তদের আনন্দ দ্বিগুণ!
সূত্র: বলিউড হাঙ্গামা