চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বগুড়ায় দুই আসনের উপনির্বাচনে প্রার্থী ২২ জন

বিএনপি সমর্থিত প্রার্থীরা সংসদ থেকে পদত্যাগ করায় বগুড়ার দুটি আসন শূন্য রয়েছে। ওই দুই আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ২২ জন।

বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

বগুড়ায় বিএনপির ছেড়ে দেয়া জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

এরমধ্যে বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ থেকে রাগেবুল আহসান রিপু, জাতীয় পার্টি থেকে নুরুল ইসলাম ওমর, জাসদের এমদাদুল হক এমদাদ, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম হিরো (হিরো আলম), বিএনপির বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার বদল, সৈয়দ কবির আহমেদ মিঠু মনোনয়নপত্র দাখিল করেন।

বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম থেকে জাসদের রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির ফারুক আহমেদ, স্বতন্ত্র হিরো আলম মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ১ ফেব্রুয়ারি উক্ত দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি যাচাই বাছাইয়ের শেষ দিন এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি।