এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা বিএনপি ও পিরোজপুর জেলা বিএনপির সদস্য ফকরুল আলমের নেতৃত্বে সুঠিয়াকাঠি বাজার থেকে একটি র্যালি বের হয়ে স্বরূপকাঠি বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট সংলগ্নে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে শক্তিশালী করতে ঐক্যের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ফকরুল আলম ব্যাপক জনসমাগমে অংশ নেন।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন “নেছারাবাদের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এ অঞ্চলের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।”
স্থানীয়রা জানান, পিরোজপুর-২ আসনে ত্রিমুখী লড়াই এখন স্পষ্ট। বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীদের মধ্যেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এই প্রতিদ্বন্দ্বিতার ময়দানে ফকরুল আলমের সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফকরুল আলম বলেছেন, আমরা নিজেদের ভিতরে কোন ধরনের গ্রুপিং চাই না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, দলের ভেতরে বিভাজন নয়, বরং তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ঐক্য ও সমন্বয়ই বিএনপিকে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা অর্জনে ভূমিকা রাখবে।
উদযাপন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।






