চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এমন দিনে মাকে আরো বেশি মনে পড়ে নিরবের

‘জন্মদিনে মায়ের কাছ থেকে পাওয়া রজনীগন্ধা ও গোলাপের মূল্য ছিল আমার কাছে সবচেয়ে মূল্যবান। অন্যদের কাছে পাওয়া উপহারগুলো মায়ের দেয়া উপহারের কাছে মলিন মনে হতো’

চিত্রনায়ক নিরবের জন্মদিন শুক্রবার (২ জুলাই)। জন্মদিনের প্রথম প্রহর থেকে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এ তারকা। বিশেষ করে ফেসবুক খুললেই চোখে পড়ছে বিভিন্ন জনের বিভিন্ন রকমের শুভেচ্ছাবার্তা! যা মন ছুঁয়ে যাচ্ছে নিরবের।

তবে জীবনে প্রথমবার জন্মদিন পালন করছেন, যেখানে নিরবের মা নেই। গত ২৪ ডিসেম্বর তিনি প্রয়াত হয়েছেন।

Bkash

লকডাউনের কারণে জন্মদিনটি বাসায় পরিবারের সঙ্গে কাটাচ্ছেন ‘আব্বাস’ খ্যাত নায়ক নিরব। স্ত্রী তাসফিয়া ঋদ্ধি তাকে বিভিন্ন রকমের কেক বানিয়ে খাওয়াচ্ছেন বলেও জানালেন তিনি। দুই কন্যা নিয়ে বেশ পারিবারিক আবহে দিনটি কাটাচ্ছেন নিরব।

তবে বাড়িতে অন্যসবার ভিড়ে নিরব অনুভব করছেন কেউ একজন নেই। বিষয়টি যখনই মনে করছেন, তখনই খারাপ লাগছে এ নায়কের।

Reneta June

চ্যানেল আই অনলাইনকে নিরব বলেন, প্রতিবার জন্মদিনে মা আমার জন্য নিজে ক্যান্টনমেন্ট মার্কেট (কচুক্ষেত) থেকে একজোড়া রজনীগন্ধা ও গোলাপ ফুল কিনে আনতেন। আমার পছন্দের বিভিন্ন পদের রান্না হতো। রাতে নিজ হাতে খাইয়ে দিতেন মা। মায়ের কাছ থেকে পাওয়া রজনীগন্ধা ও গোলাপের মূল্য ছিল আমার কাছে সবচেয়ে মূল্যবান। অন্যদের কাছে পাওয়া উপহারগুলো মায়ের দেয়া উপহারের কাছে মলিন মনে হতো।

নিরব বলেন, প্রতিদিনই মা হারানোর ব্যথা অনুভব করি। আজ আরও বেশি করছি। বিশেষ এ দিনে আমার জন্য সবার কাছে দোয়া চাই। এখনো অনেক কিছুই করা হয়নি।

১৫ বছর আগে মডেল হিসেবে চিত্রনায়ক নিরবের ক্যারিয়ার শুরু হয়। এরপর বিলবোর্ড, টিভিসির কাজ দিয়ে তিনি দেশের শীর্ষ মডেলদের একজন হয়ে ওঠেন। ২০০৭-০৮ সালের দিকে শাকিব খানের সঙ্গে ‘মন যেখানে হৃদয় সেখানে’ ও ‘মনে পড়ে কষ্ট’ ছবি দুটিতে অভিনয়ের মাধ্যমে সিনেমায় কাজ করেন। পরে অসংখ্য নাটকে কাজ করেন। তবে নিরব এখন সিনেমায় মনোযোগী। তার ক্যাসিনো, ফিরে দেখা, চোখ, ছায়াবৃক্ষ, অমানুষ সিনেমাগুলো বর্তমানে রয়েছে মুক্তির অপেক্ষায়।

বিজ্ঞাপন

জন্মদিন প্রসঙ্গে নিরব বলেন, সারাদিনই ঘরে আছি। অনলাইনে বিভিন্ন মানুষ শুভেচ্ছা জানালেন। তাদের সঙ্গে কথা বলছি, ভার্চুয়াল আড্ডা দিচ্ছি।

তার কথা, গত রাত থেকেই শুভেচ্ছা জানানো শুরু হয়েছে। দুপুরে ঘুম থেকে উঠে রিপ্লাই দেয়া শুরু করেছি। সন্ধ্যা নেমে আবারও রাত হয়ে গেল এখনো শেষ হচ্ছে না। এ এক মধুর যন্ত্রণা! আমি সত্যিই ব্লেসড এতো এতো মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে। জন্মদিন না এলে টের পাই না।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View