আইপিএলের গতমৌসুম থেকে ফর্মের উত্থান-পতন দেখছেন আফগানিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক রশিদ খান। ছোট সংস্করণে ক্যারিয়ারে প্রথমবার গুজরাট টাইটান্সের হয়ে ৯-এর বেশি ইকোনমিতে বল করেছিলেন তিনি। পরে ঘরোয়া লিগেও ছন্দে ছিলেন না ২৬ বর্ষী লেগ স্পিনার। এখন খেলছেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে। সেখানে গড়লেন লিগের এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের বিব্রতকর রেকর্ডই।
বার্মিংহামে মঙ্গলবার রাতে দ্য হান্ড্রেডের ম্যাচে বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে বেধড়ক পিটুনি হজম করেছেন ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলতে নামা রশিদ। তার টানা পাঁচ বলে পাঁচ বাউন্ডারি মারেন লিয়াম লিভিংস্টোন। সবমিলিয়ে ২০ বলে রশিদ খরচ করেন ৫৯ রান। যা ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং।
প্রতিযোগিতাটিতেও এক ম্যাচে কোন বোলারের সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড এটি। ছিলেন উইকেটশূন্য। ২০২২ সালে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ২০ বলে ৫৩ রান দিয়েছিলেন নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে নামা ডেভিড ভিসে।
একশ বলের টুর্নামেন্টে আগের দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছেন রশিদ। দুই ম্যাচেই তার হাতে উঠেছিল ম্যাচসেরার পুরস্কার। তৃতীয় ম্যাচে এসে খরুচে রেকর্ডের সম্মুখীন হলেন।
রশিদের বাজে বোলিংয়ের দিনে জিততে পারেনি ওভালও। ওভালের দেয়া ১৮০ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেট ও ২ বল হাতে রেখে জয়ে পৌঁছে যায় বার্মিংহাম।








