
সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আফ্রিকার দেশটির বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দ্বিতীয় ম্যাচেও একই ফল চায় স্বাগতিকরা, খেলা মঙ্গলবার। জয়ের ধারাবাহিকতা রাখতে চাওয়া অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, ‘লম্বা সময় পর টানা দুটি ম্যাচ জেতার সুযোগ আমাদের সামনে। কালকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই।’
মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু। শনিবার প্রথম ম্যাচে সিশেলসকে কাজী তারিক রায়হানের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচের আগেরদিন সিলেট জেলা ক্রীড়া ভবনে সংবাদ সম্মেলনে জয়ের ধারাবাহিকতার উপরই জোর দিলেন জামাল, ‘শেষ ৪৮ ঘণ্টা আমরা রিকভারি করেছি। যারা বেশি খেলেছে, তারা রিকভারি বেশি করেছে। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য ফাইনাল ম্যাচ। লম্বা সময় পর টানা দুইটি ম্যাচ জেতার সুযোগ। ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।’
‘খেলোয়াড়রা সবাই জানে যে, আগের ম্যাচের চেয়ে আমরা ভালো করতে পারব। এটা মাঠে করে দেখাতে চাই। কিন্তু দিন শেষে রেজাল্টই সব। আমরা খারাপ খেলতে পারি, কিন্তু আমাদের জিততে হবে। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা খুব ভালো খেলে হারতেও পারি, কিন্তু জয়টাই গুরুত্বপূর্ণ। মানুষ মনে রাখবে কে জিতছে। আগামীকালও আমরা জিততে চাই।’

‘কালকের ম্যাচ আরও চ্যালেঞ্জিং হবে। কারণ ওরাও জেতার লক্ষ্যেই খেলবে। ফুটবলে সবাই জিততে চায়। আমার মনে হয় ওরা আরও আক্রমণাত্মক হবে। ওরা যদি বেশি সামনে এসে খেলে, তখন আমাদের পাল্টা-আক্রমণে যেতে হবে এবং এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমি নিশ্চিত, এটি আমাদের জন্য কঠিন ম্যাচ হতে চলেছে।’
‘সাউথ এশিয়ার অন্য দলগুলোর সাথে তুলনা করলে ওরা অনেক শারীরিকভাবে শক্তিশালী। কিন্তু আমাদের জন্য নিজেদের খেলাটা খেলতে হবে। কালকে তো শূন্য থেকে শুরু করব। অবশ্যই আমরা নিজেদের খেলাটা খেলব। সিশেলস তাদেরটা খেলবে। কিন্তু আমি নিশ্চিত, আগামীকাল আমরা আক্রমণাত্মক খেলব।’