চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তুর্কমেনিস্তান ম্যাচে শুরু বাংলাদেশের কোয়ালিফায়ার মিশন

এএফসি অনূর্ধ্ব-২০

বাংলাদেশ, ইরান ও তুর্কমেনিস্তানকে নিয়ে ‘এএফসি অনূর্ধ্ব-২০ ওমেন্স এশিয়ান কাপ-২০২৪’ কোয়ালিফায়ার শুরু হচ্ছে আসছে ৮ মার্চ। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে।

তিন দলের টুর্নামেন্টে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। খেলাগুলো হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। সব খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

তুর্কমেনিস্তান ও ইরানের ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট। বাংলাদেশ প্রথম মাঠে নামবে ১০ মার্চ, তুর্কমেনিস্তানের বিপক্ষে। ১২ মার্চ ইরানের বিপক্ষে খেলা দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

বাংলাদেশ দল
গোলরক্ষক: রুপনা চাকমা (সহ-অধিনায়ক), সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মণ্ডল।
ডিফেন্ডার: সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন, উন্নতি খাতুন।
মিডফিল্ডার: স্বপ্না রানি, সোহাগী কিসকু, মাহফুজা খাতুন, নওশন জাহান, মিস রুপা, রেহানা আক্তার, শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক), হালিমা আক্তার, শ্রীমতি তৃষ্ণা রানী।
স্ট্রাইকার: শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিকা তামজুম, আইরিন খাতুন, সুরভী আকন্দ প্রীতি।