চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে বেনজেমা

KSRM

সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন করিম বেনজেমা। আগামী মৌসুম থেকে শুরু হবে প্রো লিগে তার যাত্রা। সংবাদ মাধ্যমে এমন খবর ছড়ালেও এতদিন মুখ খোলেনি সংশ্লিষ্ট কেউ। সংশয় কাটলো এবার। মধ্য়প্রাচ্যের ক্লাবটিতে যোগ দিচ্ছেন ফরাসি তারকা। কাটাবেন ২০২৬ সাল পর্যন্ত। বেনজেমা নিজে এবং ক্লাবটি নিশ্চিত করেছে সৌদিতে যাওয়ার কথা।

মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন বেনজেমা। পরে আল ইত্তিহাদে যোগ দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে দুই পক্ষই। বুধবার জেদ্দায় ক্লাবটির সমর্থকদের সামনে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে উপস্থাপন করা হবে।

Bkash July

সৌদি আরবে বেনজেমার বেতনের বিষয়ে এখনও কিছু জানায়নি ক্লাবটি। বিবৃতিতে বলেছে, বেনজেমা একটি মেডিকেল পরীক্ষা করেছেন এবং সোমবার চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, বাণিজ্যিক কিছু চুক্তিসহ বেনজেমার পারিশ্রমিক ২০ কোটি ইউরো হতে পারে। অর্থাৎ, তিন মৌসুম থাকলে মোট ৬০ কোটি ইউরো আয় করবেন ফরাসি তারকা।

Reneta June

মধ্যপ্রাচ্যে ক্যারিয়ার শুরু করতে পেরে উচ্ছ্বসিত বেনজেমা। আল ইত্তিহাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে তা জানিয়েছেন ফরাসি তারকা।

‘আমি একটি ভিন্ন দেশে একটি নতুন ফুটবল লিগ উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত। আল ইত্তিহাদ আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। এটি একটি ভাল লিগ, এখানে অনেক ভাল খেলোয়াড় আছে। ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিমধ্যেই এখানে আছেন, তিনি আমার খুবই ভালো বন্ধু। তিনি দেখিয়েছেন সৌদি আরব এগুচ্ছে।’

‘আমি এখানে জিততে এসেছি। আমার ক্যারিয়ারে আশ্চর্যজনক জিনিস অর্জন করার এবং স্পেন ও ইউরোপে যা করতে পারি তা অর্জন করার সৌভাগ্য পেয়েছি। এটি এখন অনুভব করছে যে একটি নতুন চ্যালেঞ্জ এবং এটিই সঠিক সময়।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View