চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আল ইত্তিহাদে তিন বছরের চুক্তি হয়ে গেছে বেনজেমার?

সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন করিম বেনজেমা। আগামী মৌসুম থেকে শুরু হবে প্রো লিগে তার যাত্রা, জানাচ্ছে ইউরোপের গণমাধ্যমগুলো। অবশ্য ক্লাব ও বেনজেমার কোনো পক্ষই এখনও মুখ খোলেনি।

আল ইত্তিহাদের সূত্রের বরাতে খবর, ‘বেনজেমা আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন, যার মেয়াদ শুরু হবে আগামী মৌসুম থেকে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘২০২৫ সালের জুনে করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির মেয়াদ শেষ হবে। চাইলে মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। গতকালই যা বলেছিলাম, চুক্তি আগেই সই হয়ে গেছে। দ্রুতই বিবৃতি দেবে ক্লাবটি।’

‘বাণিজ্যিক কিছু চুক্তিসহ বেনজেমার পারিশ্রমিক ২০ কোটি ইউরো হতে পারে। অর্থাৎ, তিন মৌসুম থাকলে মোট ৬০ কোটি ইউরো আয় করবেন ফরাসি তারকা।’

গত রোবরার বেনজেমার ক্লাব ছাড়ার বিষয় আনুষ্ঠানিকভাবে জানায় রিয়াল মাদ্রিদ।