মৌসুম শুরুর আগেই হোচট রিয়াল মাদ্রিদ ক্যাম্পে। হাঁটুর চোটে ছিটকে গেলেন দলটির অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্ত্তয়া। চোট গুরুতর হওয়াতে তাকে মাঠের বাইরে থাকতে হবে লম্বা সময়। ফলে বেলজিয়ান গোলরক্ষককে ছাড়াই মৌসুম শুরু করতে হবে লস ব্লাঙ্কোসদের।
বৃহস্পতিবার অনুশীলনে বাম হাঁটুতে চোট পান কোর্ত্তয়া। বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বলেছে, ‘কয়েক দিনের মধ্যে তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে।’ তবে তারকা গোলরক্ষকের সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানায়নি ক্লাব।
স্প্যানিশ গণমাধ্যমের দাবি, কোর্ত্তয়ার চোট গুরুতর। আগামী বছরের এপ্রিলের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই এই গোলরক্ষকের। এমনকি ২০২৩-২৪ মৌসুম খেলতে না পারার শঙ্কাও রয়েছে।
২০১৮ সালে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে আসেন কোর্ত্তয়া। স্প্যানিশ জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত ২৩০ ম্যাচ খেলেছেন তিনি। একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জয়ে অনন্য অবদান রেখেছেন তিনি।
শনিবার লা লিগায় অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। কোর্ত্তয়া ছিটকে পড়ায় গোলবারের প্রহরীর দ্বায়িত্ব নেবেন ইউক্রেইনের ২৪ বর্ষী গোলরক্ষক আন্দ্রি লুনিন। রিয়ালের হয়ে গত মৌসুমে ১২টি ম্যাচ খেলেছেন তিনি।








