এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “মব শব্দটা প্রয়োগের আগে আমাদের অবশ্যই খুব সতর্ক হতে হবে।”
রোববার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের উদ্দেশ্যে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গণপিটুনিতে রাস্তায় ছিনতাইকারী মারা যায়। আগে এগুলোকে গণপিটুনিই বলা হত, এখন মব বলা হচ্ছে। যারা মব বলছেন তাদের কোন হীন উদ্দেশ্য আছে কিনা?”
তিনি আরো বলেন, “আমি আশঙ্কার সাথে লক্ষ্য করছি, এভাবে মব বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবন পতনের আন্দোলন আর রাস্তায় ছিনতাইকারী হত্যা কিংবা কোন ধর্মীয় সংখ্যালঘুকে বিশেষ কোন গোষ্ঠীর মানুষ যদি পিটিয়ে হত্যা করে তবে দুটি ঘটনার বিচার একসঙ্গে করা যাবেনা।”
তাজুল ইসলাম বলেন, “বাস্তিল দূর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবের সাথে মেলাতে পারবেন না। গণভবনের পতনে এই বিপ্লবের যে অর্জন সেটার সাথে বারবার মব শব্দটি ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা ঐ বিপ্লবের পেছনের কাউকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা যদি কোন মহলের কারো থাকে, তবে আমি বলব যে সবার সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না, কারন জাতির ইতিহাসে সোনালী যে অর্জনগুলো যেভাবে এসেছে সুকৌশলে সূক্ষভাবে তাকে প্রশ্নবিদ্ধ করার কোন চেষ্টা গ্রহণযোগ্য হবেনা, বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে।”
তিনি বলেন, “রাস্তায় যারা ভায়োলেন্স করবে সেটা কঠোরভাবে দমন করতে হবে কিন্তু সেই সাথে এটাও মনে রাখতে হবে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোন আয়োজন বরদাস্ত করা যাবে না।”









