চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টানা চার মৌসুমে চ্যাম্পিয়ন কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

কিংস অ্যারেনায় বয়ে গেল গোলবন্যা। শেখ রাসেল ক্রীড়া চক্র ও স্বাগতিক বসুন্ধরা কিংসের ম্যাচে বল জালের দেখা পেয়েছে ১০ বার। শেখ রাসেলকে ৬-৪ গোলে হারিয়েছে বসুন্ধরা। জয়ে টানা চার মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের গৌরব অর্জন করলো অস্কার ব্রুজেনের দল।

শুক্রবার বিকেলে বসুন্ধরার হয়ে চার গোল করেছেন ডরিয়েল্টন। রবিনহো ও মোরসালিন করেছেন একটি করে গোল। শেখ রাসেলের হয়ে জোড়া গোল করেছেন ইকেচুকু কেনেথ। একটি করে গোল করেছেন সুজন ও দ্বীপক।

Bkash July

১৭ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে এবার লিগ টাইটেল নিজেদের ঘরে রাখল কিংসবাহিনী। ৩ ম্যাচ হাতে রেখেই গড়ল ইতিহাস। প্রিমিয়ারে ২০১৮-১৯ মৌসুমে পা রাখা কিংস অভিষেক মৌসুমেই জেতে লিগ টাইটেল। পরে আর ফিরে তাকাতে হয়নি। পরপর চার মৌসুমে হল বাংলাদেশ চ্যাম্পিয়ন। যা করে দেখাতে পারেনি অন্যকোনো দল।

শিরোপা জয়ের ম্যাচে শুরুতেই এগিয়ে যায় বসুন্ধরা। ষষ্ঠ মিনিটে গোল আদায় করেন ডরিয়েল্টন। ২৫ মিনিটে শেখ রাসেলকে সমতায় ফেরান সুজন বিশ্বাস। ৩৮ মিনিটে দ্বীপক রায়ের গোলে লিডও পায় শেখ রাসেল।

Reneta June

প্রথমার্ধের যোগ করা সময়ে পরপর দুই গোল করে বসুন্ধরাকে এগিয়ে নেন রবিনহো ও শেখ মোরসালিন। ৩-২ গোল ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর লড়াই জমে ওঠে কিংস অ্যারেনায়। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ডরিয়েল্টন। বসুন্ধরা এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। ৬৫ মিনিটে হ্যাটট্রিক করেন কিংসের এ ফরোয়ার্ড। ৭০ মিনিটে অবশ্য গোল পরিশোধ করেন ইকেচুকু কেনেথ।

পাঁচ মিনিট পর নিজের চতুর্থ গোলের দেখা পান ডরিয়েল্টন। কিংসবাহিনী এগিয়ে থাকে ৬-৩ ব্যবধানে। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল পরিশোধ করেন ইকেচুকু কেনেথ। গোলবন্যার ম্যাচ শেষ হয় বসুন্ধরা কিংসের শিরোপা জয়ের উল্লাসে।

Labaid
BSH
Bellow Post-Green View