এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মরক্কোর মিডফিল্ডার আবদেলাজিজ বারাদা ৩৫ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর কোনো কারণ জানানো হয়নি। বারাদার মৃত্যুকে ‘গভীর শোকের’ বলেছে মরক্কো ফেডারেশন (এফআরএমএফ)।
মরক্কোর হয়ে ২৬ ম্যাচ খেলা বারাদা ২০১১ সালে অনূর্ধ্ব-২৩ আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে খেলেছিলেন। মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার সাবেক দুই ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন ও মার্শেই। আলাদাভাবে বিবৃতিও দিয়েছে ফ্রান্সের ক্লাব দুটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্শেই লিখেছে, ‘ক্লাব তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চায় এবং তাদের শোক ভাগ করে নিতে চায়।’
পিএসজি লিখেছে, ‘পিএসজি তার পরিবারের ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
২০২১ সালে অবসর নেয়ার আগে বারাদা স্প্যানিশ ক্লাব গেটাফে ছাড়াও তুরস্ক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ক্লাবে খেলেছেন।








