চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মোস্তাফিজ-শরিফুল আউট, ইবাদত-তাসকিনকে নিয়ে আগে ব্যাটিং

দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে এদিনও শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে নুরুল হাসান সোহানের দল।

সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টিতে প্রথম ম্যাচের একাদশ থেকে আছে দুটি পরিবর্তন। মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে বাইরে রেখে টাইগার টিম ম্যানেজমেন্ট খেলাচ্ছে অন্য দুই পেসার ইবাদত হোসেন ও তাসকিন আহমেদকে।

সিরিজের প্রথম ম্যাচে ৭ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের ওপেনিং জুটির সাব্বির রহমান টিকে গেছেন ব্যর্থ হয়েও। তার সঙ্গী মেহেদী হাসান মিরাজও আছেন। মিডল অর্ডারে জায়গা ধরে রেখেছেন ইয়াসির আলী।

মরুর বুকে তিন পেসারের সঙ্গে তিন স্পিনারের উপর বোলিংয়ে ভরসা রাখছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে আজ ইবাদত ও পেস-অলরাউন্ডার সাইফউদ্দিন থাকছেন।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এপর্যন্ত দুটি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে প্রতিপক্ষকে ৫১ রানের ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। চলতি সিরিজের প্রথম টি-টুয়েন্টিও জিতেছে লাল-সবুজের দল।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ।